জগন্নাথপুরে ঘরের বাজার অনলাইন হাট এর যাত্রা শুরু

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

জগন্নাথপুরে ঘরের বাজার অনলাইন হাট এর যাত্রা শুরু

স্টাফ রিপোর্টারঃ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ঘরে বসে সহজে পেতে জগন্নাথপুরে যাত্রা শুরু করেছে ” ঘরের বাজার অনলাইন হাট
কর্মময় জীবনে সারাদিন এর কর্মব্যস্ততার পর মানুষ একটু প্রশান্তি পেতে ঘরে বসেই সূলভ মূল্যে রুচিসম্মত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদ্যোমী যুবক উদ্যোক্তা ইউনুছ আলী ও জমিরুল ইসলাম “ঘরের বাজার অনলাইন হাট “ নামক ব্যবসার উদ্বোধন করেছেন। ক্রেতা সাধারণ এই প্রতিষ্ঠান এর মোবাইল নাম্বার- 📲 01328926418 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যেকোনো ধরনের নিত্যপ্রয়োজনীয় মালামাল গ্যাস, যাবতীয় মুদি মাল, ফল মুল, শাক সবজি, মাছ মাংস, বিয়ের বাজার, সিন্নির বাজার, ত্রাণ কিংবা অনুদান, কসমেটিক ইত্যাদি ওয়ার্ডার করলে বাজার মূল্যে উদ্যোক্তারা হোম ডেলিভারি দিয়ে যাচ্ছেন। মালামাল বুঝে পেয়ে ক্রেতারা মূল্য পরিশোধ করছেন। পচনশীল পণ্য ব্যতীত যেকোনো পণ্য আপনার পছন্দ না হলে অথবা অর্ডার অনুযায়ী না পাওয়া গেলে ফিরত দিতে পারবেন। সকল পণ্য ন্যায্য মূল্য অনুযায়ী দেওয়া হবে। ৫০০০ ( পাঁচ হাজার) টাকার উপরে বাজার করলে নিশ্চিত একটা উপহার থাকবে। এই কার্যক্রম সম্পর্কে জানতে ভিজিট করুন ফেসবুক পেইজঘরের বাজার অনলাইন হাট”


এ ব্যাপারে ঘরের বাজার অনলাইন হাট ” এর উদ্যোক্তা ইউনূস আলী একান্ত আলাপকালে বলেন, আমাদের “ঘরের বাজার অনলাইন হাট ” এর মাধ্যমে বাজার করলে সূলভ মূল্যে ভালো মালামাল ঘরে বসে পাওয়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে এবং মালামাল ডেলিভারি দেওয়ার পর টাকা নেই। এতে করে ক্রেতা সাশ্রয়ী দামে মালামাল পাওয়ার পাশা-পাশি সময় ও যাতায়াত খরচ বাচবে। ঘরের বাজার অনলাইন হাটে বাজার করতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আমাদের প্রধান কার্যালয় জগন্নাথপুর বাজার তানভীর ভেরাইটিজ স্টোর (৩)

এ সংক্রান্ত আরও সংবাদ