প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরের সাদিপুর গ্রামে পূর্ব শত্রুুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এবং সেনাবাহিনী ৩ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী সাবেক মেম্বার কুতুব উদ্দিন গংগদের সাথে মৃত এখলাছ মিয়ার ছেলে রিপন মিয়া( সম্পর্কে চাচা-ভাতিজা) এর মধ্যে বাড়ীর রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২২শে মার্চ রোজ শনিবার বেলা ১১ ঘটিকার সময় রিপন এর ভাই কফির এর সাথে কুতুবউদ্দিন এর ছেলে মিঠুর কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শুয়েব আহমেদের নেতৃত্বে একদল সেনাসদস্য ও জগন্নাথপুর থানার এসআই আব্দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই সজীব মিয়া সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এসময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম, তরুণ সমাজ সেবক আব্দুস ছালাম ও দিলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এই ঘটনায় জড়িত সন্দেহে সাদিপুর গ্রাম নিবাসী বশির মিয়া(৭০), মৃত জমশেদ আলীর ছেলে আব্দাল মিয়া(৪০) ও পাড়ারগাঁও গ্রাম নিবাসী আব্দুর রহমান ওরফে গেন্ডার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)কে আটক করেছে সেনাবাহিনী। এরিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতরা সেনাবাহিনী হেফাজতে রয়েছেন। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের সাদিপুর গ্রাম নিবাসী মৃত এখলাছ মিয়ার ছেলে কফির উদ্দিন(৩৮), মৃত ছমরু মিয়ার ছেলে ময়নুল হক(৪৫), সৈয়দুল হক (৪৮) ও মিটু মিয়া(৩০) সহ প্রায় ৬ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি আগামী ২৪ মার্চ রোজ সোমবার গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest