প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের বালিকান্দী (নতুনপাড়া) গ্রামে হাজী ফজর মোহাম্মদ ও হাজী মোহাম্মদ আব্দুল গফুর মেমোরিয়াল ট্রাস্ট ” এর আয়োজনে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর বালিকান্দী (নতুনপাড়া) গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত আলহাজ্ব ফজর মোহাম্মদ ও প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ আব্দুল গফুর মহোদয় জীবদ্দশায় আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে মানব কল্যানে কাজ করে গেছেন।তাদেরই পরিবার বর্গের হাতে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন “হাজী ফজর মোহাম্মদ ও হাজী মোহাম্মদ আব্দুল গফুর মেমোরিয়াল ট্রাস্ট ” এর প্রতিষ্ঠালগ্ন থেকে এই ট্রাস্টের ট্রাস্টিগণ মানব সেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চলতি রমজান উপলক্ষে এই সংগঠন এর পক্ষ থেকে ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ রফিক উদ্দিন, মোঃ কবির উদ্দিন ও রইছ উদ্দিন এর আয়োজনে রোজাদার ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরামগণের সম্মানার্থে ১৮ই রমজান ১৯শে মার্চ রোজ বুধবার জগন্নাথপুর উপজেলার বালিকান্দি (নতুনপাড়া) গ্রামস্থ নিজ বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে ইফতার পূর্ব সময়ে বক্তব্য রাখেন,অত্র ট্রাস্টের ট্রাস্টী যুক্তরাজ্য প্রবাসী হাজী মোহাম্মদ রফিক উদ্দীন, ১নং কলকলিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল, মাওলানা মুফতি আবু সাঈদ সৈয়দ, বালিকান্দী (নতুনপাড়া) জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শামীম আহমদ চৌধুরী, হাজী ফজর মোহাম্মদ ও হাজী মোহাম্মদ আব্দুল গফুর মেমোরিয়াল ট্রাস্ট ” এর ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী মোঃ কবির উদ্দিন, মোঃ রইছ উদ্দিন, প্রিয়জন ফাউন্ডেশন এর ল সাধারণ সম্পাদক মো: এনামুল হক লিলু, মো: মনরুল হক ও ফজর আলী।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন, বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও আব্দুল মতলিব লতিফী।
এ সময় উপস্থিত ছিলেন বালিকান্দি গ্রামের সভাপতি জমির আলী, প্রবীন মুরুব্বি হাজী শরিফ উল্লাহ, হাজী জমিরুল ইসলাম, বালিকান্দি আটপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার জমির আহমদ, মাষ্টার আবু তাহের,মাষ্টার কবির আহমদ, সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ,জুবায়ের আহমদ,কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি আলী হোসেন ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক রোজাদার ধর্মপ্রাণ মুসল্লিয়ামে কেরাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest