শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে ও সুনামগঞ্জ – সিলেট আঞ্চলিক মহাসড়ক এর উত্তর পার্শ্বে উপজেলা প্রশাসন পরিচালিত জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন করেছেন সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ৮ ডিসেম্বর বেলা ১১ ঘটিকার সময় এই হাই স্কুলের উদ্বোধন শেষে বার্ষিক ফল প্রকাশ এবং শিক্ষা ক্ষেত্রে ‘শান্তিগঞ্জ মডেল’—এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা সভাপতি বিদায়ী ইউএনও সুকান্ত সাহা কে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, নবাগত ইউএনও মো. শাহজাহান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা—কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহা’র উদ্যোগ সত্যিই অনন্য। এখানে একটি বিদ্যালয় অত্যন্ত প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহায়তা প্রয়োজন, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চাদের নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ধরনের পাঁচটি বিদ্যালয়ে আমরা আলাদাভাবে মেধা যাচাই পরীক্ষা আয়োজন করব। এতে শিক্ষার্থীরা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য আগে ভাগে প্রস্তুতি পাবে। আশাকরি খুব দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তিনি বলেন, বিদ্যালয় তদারকির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য শিক্ষক নিয়োগ। স্কুল ভাঙা থাকলে সমস্যা নেই, কিন্তু শিক্ষক ভাঙা থাকলে সমস্যা। তাই ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। ইউএনও পদাধিকার বলে সভাপতি থাকবেন, যা একটি শক্তিশালী গার্ডিয়ানশিপ নিশ্চিত করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ