প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
ইউএস বি ডেস্কঃ
ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
৬ অক্টোবর রোজ সোমবার বিকেল তিনটায় যুক্তরাজ্যের ঢাকার হাইকমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। আরো ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইয়্যেদা রুম্মান, মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ডা. শাহানা পারভিন।
যুক্তরাজ্যের বাণিজ্য দূতের নেতৃত্বে দেশটির ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ব্যবসা-বাণিজ্যের সার্বিক অগ্রগতি, বিশেষ করে গার্মেন্টস, ঔষধ শিল্প, কৃষিখাত, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের দীর্ঘদিনের বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
এ সময় গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের বিষয়টি তুলে ধরা হয়েছে। আমাদের দলের ওপর বিগত আওয়ামী সরকারের সময় যে জুলুম-নির্যাতন হয়েছে, সে বিষয়ে কথা হয়েছে। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে যুক্তি তুলে ধরা হয়।
তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশেষত হস্ত ও কুটির শিল্পে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। নারীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে মতিউর রহমান আকন্দ বলেন, পিআর সম্পর্কে তারা (যুক্তরাজ্য) ওয়াকিবহাল। এটা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার উপায় বলে তারা মনে করেন।
বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সুত্রঃ আমার দেশ অনলাইন
US BANGLA BARTA is proudly powered by WordPress