জেলার শ্রেষ্ঠ জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

জেলার শ্রেষ্ঠ জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম

Manual8 Ad Code

হুমায়ূন কবীর ফরীদি ##

Manual3 Ad Code

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম। তাঁকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে ৬ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান- পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ এর পরিচালনায় মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করে চলতি ২০২৫ সালের জানুয়ারী মাসে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি ও  আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে  বিশেষ অবদান রাখায়  জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম এর নাম ঘোষণা করেন এই সভার সভাপতি পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান- পিপিএম। পরে পুলিশ সুপারের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এসআই মোঃ শফিকুল ইসলাম।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম  বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়।থানা এলাকার সচেতন মহল সহ থানার সকল অফিসার ও ফোর্সকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।কেননা সকলের অপরিসীম সহোযগিতা ও আন্তরিকতা না থাকলে আমর এই অর্জন সম্ভব ছিলনা। আগামী দিনে আরও ভালো কিছু করতে সকলের দোয়া -ভালবাসা ও সহযোগিতা কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ


Manual1 Ad Code
Manual8 Ad Code