মধ্যনগরে ৪ চোরাকারবারী গ্রেফতার সহ ৪০টি গরু উদ্ধার

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

মধ্যনগরে ৪ চোরাকারবারী গ্রেফতার সহ ৪০টি গরু উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ  বিশেষ অভিযান পরিচালনা করে ৪০টি গরুসহ চার চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মধ্যনগর থানার আমানীপুর গ্রামের মোঃ মহর আলী (৪৮), জগন্নাথপুর গ্রামের মোঃ আবুল কালাম (৫৮), তেলিগাও গ্রামের মোঃ আয়নাল হক (৪০) এবং মোঃ দুদ মিয়া (৩৪)। মিডিয়া সেল সুত্রে জানাযায়,  রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার পুলিশ কাইতকান্দা পশ্চিমপাড়ায় সুমেশ্বরী নদীর ঘাটে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সজীব রহমান। তার সঙ্গে ছিলেন এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ আবু হানিফ এবং অন্যান্য পুলিশ সদস্যরা।অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন রঙ ও বয়সের ৪০টি ষাঁড় গরু উদ্ধার করা হয়। এই গরুগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ