জগন্নাথপুরের হত্যা মামলার ৩ আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

জগন্নাথপুরের হত্যা মামলার ৩ আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

হত্যা মামলার আসামী দিদার (২৬), জাহিদ (২১) ও বাবলু  মিয়া (১৯) কে ময়মনসিংহ থেকে  গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এস আই মোহাম্মদ সাকিব হোসেন ও এস আই মোঃ শাহীন হোসেন সহ একদল পুলিশ ৯ ই নভেম্বর দিবাগত মধ্য রাতে ময়মনসিংহ জেলা শহরে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত লতিবপুর গ্রাম নিবাসী মৃত ইমান উদ্দীন এর ছেলে দিদার হোসেন (২৬), মফিজ উদ্দিন এর ছেলে  মো: জাহিদ হাসান (২১) ও শাহাব উদ্দিন এর ছেলে বাবলু  মিয়া (১৯) কে গ্রেপ্তার করেন (জগন্নাথপুর থানার  মামলা নং-২ তাং-০২/১১/২০২৪,ধারা- ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড)। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১০ ই নভেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ