চুনারুঘাটে মাদরাসা পরিচালক “হাফেজ ইমরান” বলৎকারের অভিযোগে আটক

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

চুনারুঘাটে মাদরাসা পরিচালক “হাফেজ  ইমরান” বলৎকারের অভিযোগে আটক

ফারুক মাহমুদ  চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলৎকারের অভিযোগে মঙ্গলবার  (৪ নভেম্বর) রাতে এক মাদরাসা পরিচালককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম হাফেজ ইমরান সরকার (৩০)। তিনি মাদরাসা তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি চুনারুঘাট সদর এলাকার ডিসিপি হাইস্কুলের পূর্ব পার্শ্বে পশ্চিম পাকুড়িয়ায় অবস্থিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই মাদরাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ ওঠে পরিচালক ইমরান সরকারের বিরুদ্ধে। ঘটনাটি ফাঁস হয়ে গেলে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে যায়।
আটক ইমরান সরকারের বাড়ি চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের কালেঙ্গা হিমালিয়া গুলামবাড়ী এলাকায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে, অভিযুক্ত ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে আতঙ্ক বিরাজ করছে এবং অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ