দোয়ারাবাজারে ইয়াবা ও নগদ টাকা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

দোয়ারাবাজারে ইয়াবা ও নগদ টাকা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জপর দোয়ারাবাজার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩০৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম রেহেনা বেগম রেকী (৪৫) দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।
২৯ অক্টোবর রোজ বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল রেহেনা বেগম ওরফে রেকীর বসতঘরে অভিযান পরিচালনা করে। তার বসতঘর তল্লাশিকালে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লক্ষ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
অভিযানটি দোয়ারাবাজার থানার এসআই রফিজুল মিয়া-এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে এসআই মোখলেছুর রহমান ও নারী সঙ্গীয় ফোর্স অংশ নেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ