প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে শিশু-কিশোরদের অংশগ্রহণে লোককবি রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতা -২০২৫ ইংরেজীর তিনদিন ব্যাপী ” ভাইবে রাধারমণ বলে” অনুষ্ঠান এর উদ্বোধন করেছেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী ধামাইল গানের জনক মরমী লোককবি রাধারমণ দত্ত স্মরণে জগন্নাথপুর উপজেলা পরিষদের বাস্তবায়নে, জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনায় এবং জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে ৩০ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর রাধারমণ হলে শিশু- কিশোরদের অংশগ্রহণে লোককবি রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতা -২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী স্বতীষ গোস্বামী, লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র করে এর আহবায়ক জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক পরিতোষ চক্রবর্তী শিবু।
স্বাগত বক্তব্য রাখেন, লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র জগন্নাথপুর এর সদস্য সচিব স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দ নূর।

আলোচনা পর্ব শেষে শিশু-কিশোরদের মধ্যে গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক এর দায়িত্ব পালন করেন, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, গোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাসতী রায়, জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক পরিতোষ চক্রবর্তী শিবু ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দ নূর।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, এখানে রাধাররমণকে নিয়ে যে উচ্ছাস হওয়ার কথা ছিল তা দেখা যাচ্ছে না। রাধারমণকে নিয়ে প্রচারণায় আমরা ব্যর্থ হয়েছি। রাধারমণ এর গান কলকাতায় যে পরিমাণে হয় তাও আমরা পারিনি। এখানে রাধারমণ এর কমিটি নিয়ে বিরোধ রয়েছে। তা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাধারমরণকে লালন ও ধারণ করতে হবে। বিশ্ব দরবারে রাধারমণকে ছড়িয়ে দিতে হবে।
US BANGLA BARTA is proudly powered by WordPress