প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জলমহাল এর লীজ সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা শামীনুর (৪৮)আহত হয়েছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সুনামগঞ্জের উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গাদিয়ালা ও হামহামি জলমহাল সরকার কর্তৃক ইজারা পান পূর্ব ইব্রাহিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন। পরে তিনি গাদিয়ালা জলমহাল আবিবুল বারী আয়হান ও সুহেল আহমদ গংদের কাছে এবং হামহামিয়া জলমহাল পার্থ গংদের কাছে সাব-লীজ প্রদান করেন। যা মৎস্য আইন ও নীতিমালার পরিপন্থী বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনায় স্থানীয় নলুয়া নোয়াগাঁও গ্রামের দুলু মিয়া বাদী হয়ে ২০২৫ সালের ৩০ জুন মৎস্য, সমবায় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত হয়। জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে ৯ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দীন এর উপস্থিতিতে এই অভিযোগটির শুনানিকালে পৌর এলাকার ভবানীপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল বিশ্বাস ও তাঁর পক্ষের ইকড়ছই গ্রামের আজাদ মিয়া ভূঁইয়া এবং জগন্নাথপুর গ্রামের সুহেল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে নলুয়া নওয়াগাঁও দারুণ জাহি মৎস্য সমবায় সমিতির সভাপতি ধলু মিয়া ও হবিবপুর গ্রামের আবীবুল বারী আয়হান পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হওয়ায় এক পর্যায়ে উভয় পক্ষ অফিসের বাইরে গিয়ে অফিস প্রাঙ্গণে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় আবিবুল বারী আয়হান এর ভাই যুবদল নেতা শামীনুর রহমান(৪৮) গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন বলেন, জলমহাল দুটির শুনানিকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। পরে তারা অফিসের বাইরে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
US BANGLA BARTA is proudly powered by WordPress