দর্শনায় সাংবাদিককে ডেকে নিয়ে শারিরিক নির্যাতন : নিন্দার ঝড়

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

দর্শনায় সাংবাদিককে ডেকে নিয়ে শারিরিক নির্যাতন : নিন্দার ঝড়

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সারে দেশে যখন সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার ঠিক তখনিই চুয়াডাঙ্গার দর্শনায়ও স্থানীয় দৈনিক “পশ্চিমমাঞ্চল” ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “বর্তমান” পত্রিকার সাংবাদিককে শারিরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজ, চোঁখ উপরে ফেলাসহ হাত পা ভেঙ্গে গুড়িয়ে দেবার হুমকি দেয়া হয়েছে। এঘটনায় দর্শনা প্রেসক্লাবে এক জরুরীসভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিককে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
সাংবাদিক জানায়, ঢাকাতে তিনি দর্শনা পুরাতন থানা পাড়ার বজলুর রহমান ওরফে বজলার অধিনে “ডায়াপ্যাথ” নামে রি-এজেন্ট কোম্পানীতে চাকুরী করতেন। বজলা ঠিকমত বেতনের টাকা দিতে না পারায় সাংবাদিক বজলার নিকট হিসাব নিকাশ বুঝ করে দেবার পর ৬২ হাজার টাকা পাওনা হয়। পাওনাকৃত টাকা ১ মাস পর এসে নিয়ে যেতে বলে। এরপর নিজের বেতন বাবাদ ৬২ হাজার টাকার হিসাব পাওনা করে দর্শনায় চলে আসেন। সাংবাদিক বেতনের টাকা চাইতে গেলে আজ নয় কাল করে দিন ঘুরাইতে থাকে বজলা। বেতনের টাকা না পেয়ে সাংবাদিক মানবতের জীবন যাপন করতে থাকে। একপর্যায় বৃহস্প্রতিবার (২ অক্টোবর-২৫) সাংবাদিক বজলার ছবিসহ নিজ ফেসবুক পেজে একটি পোষ্ট দেন। এতে টনক নড়ে বজলার। লোক মারফত বজলা লেনদেনের বিষয়টি মিটিয়ে ফেলবে বলে দর্শনার কয়েকজনকে তিনি ফোনে জানান এবং পোষ্টটি তুলে ফেলতে বলেন। সাংবাদিক মাধ্যমের কথামত পোষ্টটি ফেসবুক পেজ থেকে তুলে দেন। বৃহস্পতিবার (২-অক্টোবর-২৫) রাত ৯টার দিকে বজলার ভাড়াটে গোন্ডা দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের জোয়ার্দার পাড়ার মৃত শুকুর আলী জোয়ার্দারের ছেলে দর্শনা থানা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক মহিদ জোয়ার্দার ওই সাংবাদিককে ফোনে ডেকে নিয়ে দর্শনা বাসস্ট্যান্ডের শহিদুলের লেদের দোকানের পাশে নিয়ে বাটাম দিয়ে মারপিট করেন এবং অকথ্যভাষায় গালিগালাজ করেন। এনিয়ে পরদিন শুক্রবার (৩-অক্টোবর-২৫) সন্ধায় দর্শনা প্রেসক্লাবে জরুরী বৈঠকের আয়োজন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এদিকে সাংবাদিককে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং অভিযুক্তের দৃষ্টান্ত মূলোক শাস্তির দাবি তোলেন নেটিজেনরা। দলীয় পদ ক্ষমতার অপব্যবহার করায় নিন্দা জানায় বিভিন্ন মহল।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ


Manual1 Ad Code
Manual2 Ad Code