প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা শাখা এক্সিম ব্যাংকে টাকা না পেয়ে কর্মকর্তাদের ভিতরে রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন এক গ্রাহক। ৮ অক্টোবর রোজ বুধবার সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
গ্রাহক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি গ্রাম নিবাসী মোঃ আব্দুস ছালিক তাঁর স্ত্রী স্বপ্না বেগমের নামে দুই বছর আগে এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলে লেনদেন করেন। এই এ্যাকাউন্টে যুক্তরাজ্য থেকে আব্দুস ছালিকের ভাই ১০ লাখ ২৫ হাজার টাকা পাঠান। এই টাকা তুলে আব্দুস ছালিক তার ছেলেকে বিদেশ পাঠানোর কথা। ৮ ই রোজ বুধবার আব্দুস ছালিক ব্যাংকে গিয়ে সারাদিন কাকুতি মিনতি করেও এই টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে তিনি বিকেলে ব্যাংকের ভিতরে কর্মকর্তা কর্মচারীদের রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় সন্ধ্যা প্রায় ছয়টার দিকে তিনি তালা খুলে দেন।
এ ব্যাপারে আব্দুস ছালিক একান্ত আলাপকালে বলেন, আমার ছেলেকে গ্রীস পাঠানোর জন্য সকল প্রস্তুতি শেষ। ১৮ অক্টোবর তাঁর ফ্লাইট। টাকা জমা না দিলে আমার ছেলের প্রবাস যাত্রা অনিশ্চিত হয়ে যাবে। বিদেশের জন্য দেয়া টাকাও ফেরত পাব না। আমার মরণ ছাড়া কোন পথ নেই। তাই আমি আমার টাকা না পেয়ে ব্যাংকে তালা দেই।
এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক রেজাউর রফিক জানান, বিষয়টি জাতীয় সমস্যা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৫ টি ব্যাংকের সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে। একজন গ্রাহক টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছেন। পরে আমরা তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।
জগন্নাথপুর থানার এস.আই রিফাত হোসেন জানান, খবর পেয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি ভুক্তভোগী গ্রাহককে বুঝিয়ে তালা খোলা হয়েছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress