কলকলিয়ায় বিএনপির নির্বাচনী কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

কলকলিয়ায় বিএনপির নির্বাচনী কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভা

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরের কলকলিয়ায় বিএনপির সেন্টার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের মাঝা-মাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির দিক নির্দেশনায় বেশ কয়েকদিন ধরে একটি পৌর সভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার নির্বাচনী কেন্দ্র ভিত্তিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে প্রতিদিনই ক্রমান্বয়ে নির্বাচনী সেন্টার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৮ শে নভেম্বর দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর আটপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেের আওতাধীন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীদের আয়োজনে পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, সেন্টার কমিটির টিম প্রধান মিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আখলুল করিম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির আবু তালেব, বিএনপি নেতা আব্দুল কাইয়ূম সহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ