প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডে, এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইয়াছিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী আব্দুর রউফ। বৈঠকটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মির্জা মুস্তাকিম এবং সহ-সেক্রেটারি সৈয়দ ফখরুল ইসলাম ।
উক্ত উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন, জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ।
বক্তব্যে প্রধান অতিথি এডভোকেট ইয়াছিন খান বলেন,
“জনগণের ভালোবাসা আমার এগিয়ে চলার শক্তি। জগন্নাথপুর–শান্তিগঞ্জবাসীর দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, কৃষির বিকাশ এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি—এসবকে অগ্রাধিকার দিয়েই আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ন্যায়, নীতি ও সৎ রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই তার মূল লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী, মাওলানা আফজাল হুসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য, মাস্টার আবু তাহিদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি, সৈয়দ আব্দুল আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,
১ নং ওয়ার্ডে সহ সভাপতি ইউনিয়ন জামায়াত কাজি সৈয়দ জুনেদ আহমদ।সাবেক জামাত নেতা মল্লিক ফখরুল।সিলেট মহানগর জামাত নেতা শওকত জিম্মাদার।উপজেলা উলামা বিভাগের সহ সভাপতি মাষ্টার বিল্লাল হোসেন।ইউনিয়ন সহকারী সেক্রেটারি মঈনুদ্দিন দুদু।ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক সৈয়দ লুলু।ইউনিয়ন সহকারী যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ রুবেল।উপজেলা যুব বিভাগের প্রচার সম্পাদক সৈয়দ ইফতেখার উদ্দিন। উলামা বিভাগ ইউনিয়ন সভাপতি, ইমরান কামালী।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এডভোকেট ইয়াছিন খানের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ, আর সর্বস্তরের মানুষের উপস্থিতিই প্রার্থীর প্রতি আস্থার শক্ত ভিত্তি তৈরি করেছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress