প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতে এর মাধ্যমে একজন অনলাইন জুয়ারী ও একজন মাদকাসক্তকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে ।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট, কেশবপুর বাজার, ভবের বাজার ও উপজেলা পরিষদ এলাকায় ২৪ নভেম্বর দিবাগত রাত ১১ ঘটিকা হতে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন এর নেতৃত্বে জগন্নাথপুর থানার ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান। এ সময় ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরাধে একজন জুয়ারীকে The Public Gambling Act, 1867 এর আওতায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও জগনন্নাথপুর উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় গাঁজা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটক অপর একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন।
এসময় জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন বলেন, অনলাইনে জুয়া খেলার অপরাধে একজনের ১ মাসের কারাদণ্ড ও মাদক সেবন এর সরঞ্জাম ও গাঁজা সহ একজনকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এখন থেকে এই বিষয়ে সময় ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
US BANGLA BARTA is proudly powered by WordPress