জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপন

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপন

হুমায়ূন কবীর ফরীদিঃ

জগন্নাথপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, পুরুস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে ১লা ডিসেম্বর রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর অংশ গ্রহনে এক বিশাল র‌্যাল‌ী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হ‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা পরিষদের স‌ম্মেলন ক‌ক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন, জগন্নাথপুর উপ‌জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাও‌লাদার, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ সরকার রায়, জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জরুল আলম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারী, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ