প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫
ইউএস বি ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ৪ জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জনে। আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট থেকে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা বলছে, সিলেট বিভাগে পুরুষ ভোটার নারীদের তুলনায় বেশি থাকলেও ব্যবধান খুব বেশি নয়, প্রায় ৩ লাখ ৪০ হাজারের মতো।
এদিকে সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে সিলেট জেলায়।
আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট মহানগরসহ ৪১টি উপজেলা, ৩৪০টি ইউনিয়ন ও ১৯টি পৌরসভায় ভোটার আছে ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন।
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে প্রবাসী অধ্যুষিত সিলেট জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছে। এখানে মোট ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, মহিলা ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন।
হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬ জন, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৩৩ জন।
চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ১৯ হাজার ৮১৩ জন ও মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ জন। এই জেলায় হিজড়া ভোটার সংখ্যা ৮ জন।
হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫ জন, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৮ জন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাস্মদ মুঞ্জুরুল আলম জানান, ভোটার তালিকা চুড়ান্ত করা হয়েছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress