জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত দুই আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আনার(৫০) ও রাকু(৪২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ৩ রা ডিসেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘোষগাঁও গ্রাম নিবাসী মৃত সোনাফর আলীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি আনার মিয়া(৫০) ও একই উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মিরপুর বাজার এলাকার বাসিন্দা মৃত আঙ্গিরা দেবের ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রাকু দেব(৪২)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করেছে থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ