প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
দিরাই সংবাদদাতাঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, এটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন, আমি হয়তো আর নির্বাচন পাবো না। আমার একটি স্বপ্ন ছিল দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফুটানোর। কিন্তু আমি তা পারিনি, এমনকি এখান থেকে নির্বাচিত বার বার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে তেমন কিছু করতে পারেননি। আমি আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে নির্বাচনী এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই।
২৫ নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩টায় দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির চৌধুরী বলেন, মানুষের ভোটাধিকার হরণ করে রাখার জন্য শেখ হাসিনাকে আজ পালিয়ে যেতে হয়েছে। অনেক রক্তের বিনিময়ে সাধারণ মানুষের সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করার। মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। যে কারণে এরা অজুহাত খুঁজে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ছবি চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, এম আর মিজান, সালাহ উদ্দিন তালুকদার, সজীব রশিদ চৌধুরী, সোহেল তালুকদার, মেহেদী হাসান, নুর আহমদ, জামিল হোসেন, আতাউর রহমান, মুজিবুর রহমান, আতিউর রহমান আতি, জুবের সরদার দিগন্ত, আনোয়ার হোসেন ও আব্দুল খালেক প্রমুখ।
US BANGLA BARTA is proudly powered by WordPress