প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ এর মিডিয়া সেল সুত্রে জানাযায়, গ্রেফতারকৃতের নাম মোঃ আশিক নূর (৪৫)। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন মোহনপুর ইউনিয়নের সর্দারপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের একটি দল। অভিযানে সদর থানাধীন সর্দারপুর সিএনজি স্টেশনের সামনে রাস্তার ওপর থেকে আশিক নূরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সুনামগঞ্জ সদর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন। তার সঙ্গে ছিলেন এএসআই মোঃ খাদেমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আশিক নূরের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress