প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫
ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
চুনারুঘাটে মধ্যরাতে এক যুবককে হত্যা করে লাশ বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা।বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারুক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ সকালে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত যুবকের নাম আমির হোসেন। সে উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের পুত্র। পুলিশ জানায়- স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে তবে পুলিশ তদন্ত করছে। নিহতের পরিবারের দাবী- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে তার ব্যবহৃত মোটর সাইকেলসহ তার লাশ ফেলে রেখে গেছে। এর কিছুদিন আগে আমির হোসেন একই গ্রামের লিটন কে চুরির দায়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়ার কারনে তাকে হত্যা করা হতে পারে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন- ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
US BANGLA BARTA is proudly powered by WordPress