হাসপাতালে ভেন্টিলেশন কী, কেন দেওয়া হয়? রোগীর অবস্থা খুব খারাপ বোঝায়?

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

হাসপাতালে ভেন্টিলেশন কী, কেন দেওয়া হয়? রোগীর অবস্থা খুব খারাপ বোঝায়?

ইউএস বি ডেস্কঃ
সহজ ভাষায় বুঝুন জীবনরক্ষাকারী এই প্রযুক্তি হাসপাতালে ভর্তি রোগীকে হঠাৎ ‘ভেন্টিলেশনে নেওয়া হয়েছে’—এমন খবর শুনলে অনেকের মনেই দুশ্চিন্তা শুরু হয়। আসলে ভেন্টিলেশন বা ভেন্টিলেটর কোনো ভৌতিক বিষয় নয়। এটি একটি জীবনরক্ষাকারী আধুনিক যন্ত্র, যা রোগীর শ্বাস–প্রশ্বাস ঠিক রাখতে সাহায্য করে। চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক, ভেন্টিলেশন কী, কেন দেওয়া হয় এবং এটি কীভাবে কাজ করে।

ভেন্টিলেশন আসলে কী?
ভেন্টিলেশন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে মেশিন রোগীর ফুসফুসে বাতাস ঢুকতে ও বের হতে সাহায্য করে। এতে নিশ্চিত করা হয় রোগী যথেষ্ট অক্সিজেন পাচ্ছেন কি না এবং কার্বন ডাই-অক্সাইড ঠিকমতো বের হচ্ছে কি না।

ভেন্টিলেটর হলো এমন একটি মেশিন, যা—
প্রয়োজন হলে পুরোপুরি শ্বাস দেয়,

অথবা রোগীর নিজের শ্বাসকে সহায়তা করে।

কেন ভেন্টিলেশন দেওয়া হয়?
রোগী যখন নিজে পর্যাপ্ত শ্বাস নিতে পারেন না, তখন ভেন্টিলেটরের প্রয়োজন হয়। সাধারণত নিচের পরিস্থিতিতে ভেন্টিলেশন দেওয়া হয়—

১) শ্বাসকষ্ট বা শ্বাস নিতে ব্যর্থতা
যেমন হাঁপানি, নিউমোনিয়া, COPD, সিভিয়ার কোভিড কিংবা হঠাৎ ফুসফুসের জটিলতা।

২) অক্সিজেন লেভেল খুব কমে গেলে
রক্তে অক্সিজেন কমে গেলে (হাইপোক্সিয়া) শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জরুরি ভিত্তিতে ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন বাড়ানো হয়।

৩) অপারেশনের সময় বা পরে
বড় ধরনের অপারেশনে রোগীকে অচেতন রাখা হয়, তখন তিনি নিজে শ্বাস নিতে পারেন না। এজন্য সাময়িক ভেন্টিলেশনের প্রয়োজন হয়।

৪) দুর্ঘটনা, মাথায় আঘাত বা স্ট্রোক
মস্তিষ্ক শ্বাস নিয়ন্ত্রণ করে। সেখানে সমস্যা হলে রোগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন না—তখন ভেন্টিলেটর লাগে।
৫) মারাত্মক সংক্রমণ (সেপসিস)
সারা শরীরের ইনফেকশন বাড়লে শ্বাসের ওপর প্রভাব পড়ে। ভেন্টিলেশন রোগীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে।

ভেন্টিলেশন কি রোগীর অবস্থা খুব খারাপ বোঝায়?
সব সময় নয়।
অনেকেই ভেন্টিলেটরকে ‘শেষ সময়ের’ চিকিৎসা মনে করেন। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এটি সাময়িক সহায়তা মাত্র।

কারো নিউমোনিয়া হলে ২–৩ দিন

অপারেশনের পর কয়েক ঘণ্টা

দুর্ঘটনার পর কয়েক দিন

এই সময় শ্বাস ঠিক রাখতে ভেন্টিলেটর সাহায্য করে, আর রোগীর শরীর সুস্থ হয়ে ওঠার সুযোগ পায়।
ভেন্টিলেটর কি ব্যথা দেয় বা অস্বস্তিকর?
মুখ দিয়ে টিউব ঢোকানোর কারণে রোগীর অস্বস্তি হতে পারে। তাই সাধারণত রোগীকে—
সেডেশন (ঘুমের ওষুধ)
ব্যথা নিয়ন্ত্রণের ব্যবস্থা
দিয়ে আরামদায়ক রাখা হয়।

রোগী ভেন্টিলেশন থেকে কখন নামানো হয়?

রোগীর নিজে শ্বাস নেওয়ার ক্ষমতা ফিরে আসলেই ধাপে ধাপে ভেন্টিলেটর কমানো হয়। একে বলা হয় ‘উইনিং’। ডাক্তাররা নিশ্চিত হন—

অক্সিজেন লেভেল স্থিতিশীল

শ্বাস–প্রশ্বাস ঠিক আছে

ফুসফুস ভালো কাজ করছে

এরপর টিউব খুলে দেওয়া হয়।

ভেন্টিলেশন মূলত জীবনের সংকটময় মুহূর্তে সাময়িকভাবে ‘শ্বাস নেওয়ার দায়িত্ব’ মেশিনকে দিয়ে রাখা। এটি রোগীকে বাঁচতে, সুস্থ হতে এবং শরীরকে পুনরুদ্ধারের সুযোগ দেয়। ভেন্টিলেটর মানেই আশার শেষ নয়—বরং এটি রোগীকে নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ করে দেয়। সূত্রঃ ইনকিলাব

এ সংক্রান্ত আরও সংবাদ