জগন্নাথপুরে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে দুই জনকে জেল-জরিমানা

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

জগন্নাথপুরে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে দুই জনকে  জেল-জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে একজনকে দুই লাখ টাকা অর্থ দন্ড এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন।
২৯শে নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন এর নেতৃত্বে জগন্নাথপুর থানার এসআই হাদী আব্দুল্লাহ সহ একদল পুলিশ এর উপস্থিতিতে এই উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হাড়গ্রাম ব্রীজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় কৃষি জমির উপরিভাগ এর মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় মাটি কাটায় ব্যবহৃত খনন যন্ত্রের চালক স্বপন মিয়া(৪০)কে দুই লাখ টাকা অর্থ দন্ড ও সড়ক পরিবহন আইন-২০২৮ এর আওতায় ফিটনেস বিহীন মোটরযান চালানোর অপরাধে ট্রাক্টর চালক তাজউদ্দীন (৪৫)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন।

আসামীদের আদালত এর মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ