প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বপ্নচারী প্রবাসী যুব সংগঠন এর উদ্যোগে ৫০ জন দরিদ্র মুসলিম শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা সম্পন্ন করা হয়েছে।
১৫ আগস্ট রোজ শুক্রবার স্থানীয় কুশিয়ারা উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্য মাওলানা বেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট ইয়াসীন খান, কুশিয়ারা উচ্চবিদ্যালয়ের সভাপতি হাবিজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হাজী ফারুক আহমেদ, মাওলানা কাওছার আহমদ চৌধুরী, আজিজুল হক চৌধুরী মজনু, জিতু মিয়া, মানিক মিয়া, মুহিবুর রাহমান, রফান উদ্দিন, ওলিউর রাহমান, প্রবাসী বাবলু মিয়া, সপ্ন চারী প্রবাসী যুব সংগঠনের সেচ্ছাসেবক সদস্য জাকির খান প্রমুখ।
অনুষ্ঠানে শিশুদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দরিদ্র পরিবারের শিশুদের জন্য এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
US BANGLA BARTA is proudly powered by WordPress