প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর ও ছাতকের সীমান্তবর্তী এলাকায় প্রায় দেড় কোটি টাকা সমপরিমাণ মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী।
স্থানীয় ও বিজিবি সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে ১০ ই জুলাই দিবাগত রাতে সেনাবাহিনী শান্তিগঞ্জ ক্যাম্পের একটি টিম ও সুনামগঞ্জ বিজিবি -২৮ এর একটি টিম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলাধীন হায়দরপুর বাজারের রাস্তার উপর থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ পণ্য প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা সমপরিমাণ মূল্যের ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪ হাজার ৮৭২ পিস কুকুর ও বিড়ালের ঔষধ জব্দ করেছেন। জব্দকৃত এই অবৈধ ভারতীয় পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে. এম জাকারিয়া কাদির।
US BANGLA BARTA is proudly powered by WordPress