প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন এর সার্বিক তত্ত্বাবধানে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে ৯ ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর সঞ্চালনায় উপজেলা পরিষদ এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির
হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মেম্বার আবিবুল বারী আয়হান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহম, মো.শাহজাহান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল ও আবদুল হক প্রমূখ।
মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাহাব উদ্দিন,জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জরুল আলম, জগন্নাথপুর উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী,জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর ।
US BANGLA BARTA is proudly powered by WordPress