জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ২০২৫-২০২৬ সালের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। কলেজের হল রুমে ১১ ডিসেম্বর সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জনাব তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা, ফারিহা বেগম, প্রমূখ। এসময় উপস্তিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গন্যমান্য ব্যাক্তিরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ