প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারী লাশ ২ দিন পর ভেসে উঠেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গোসল করতে নামা স্থানে রানীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া মেয়ে মোছা. হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫) লাশ দেখতে পায় স্থানীয় লোকজন । পরে থানা পুলিশ খবর দিলে লাশটি নদী থেকে তুলা হয়। সে রানীনগর গ্রামের তামিম মিয়ার স্ত্রী ও তার ছোট দুই কন্যা সন্তান রয়েছে। নদীতে গোসল করতে নেমে নদীতে ডুবে যাওয়ার পর খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে ওই গৃহবধূকে উদ্ধার চেষ্টা করেও খোঁজে পায়নি।
এ ব্যাপারে তার বাবা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া বলেন, আমার মেয়েকে আজ বিকালে গোসল করা জায়গা নদীর উপরে দেখতে পাই। পরে পুলিশ প্রশাসন লাশটি উদ্ধার করে। আমার কোন অভিযোগ না থাকায় মেয়েকে দাপন করা ব্যবস্থা করতেছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress