৬ দিন ধরে নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

৬ দিন ধরে নিখোঁজ জগন্নাথপুর এর “আকাশ দেবনাথ “

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের আকাশ দেবনাথ (১৬) নামক এক শিশু ৬দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘুংগিয়ারগাঁও (গুচ্ছ গ্রাম) গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ জয়ন্তী দেবীর ছেলে আকাশ দেবনাথ (১৬) বিগত ১লা ডিসেম্বর রোজ সোমবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। আত্মীয় -স্বজন এর বাড়ী সহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ৬ই ডিসেম্বর পর্যন্ত আকাশ দেবনাথ (১৬) এর সন্ধান না পেয়ে তার মা জয়ন্তী দেবী জগন্নাথপুর থানায় ৬ ই ডিসেম্বর জিডি করেছেন( জগন্নাথপুর থানার জিডি ট্র্যাকিং নং-2MXF71, জিডি নং -২১২,তারিখ -০৬/১২/২০২৫ ইং)। এরিপোর্ট লেখা পর্যন্ত আকাশ দেবনাথ (১৬) এর কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো সুহৃদ ব্যাক্তি যদি আকাশ দেবনাথ (১৬) এর খোঁজ পান তাহলে মোবাইল নাম্বার- 0 1775384702 ( মা জয়ন্তী দেবী) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, নিখোঁজ আকাশ দেবনাথ এর সন্ধানে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ