প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করনের দাবিতে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনে স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় প্রবাসী ভয়েস ইউকে এর সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম ও সেক্রেটারি আব্দুস সালাম মাসুমের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহকারী হাইকমিশনারের নিকট সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য স্মারকলিপি হস্তান্তর করেন।
এসময় কমিটির কার্যকরী সদস্য মাওলানা এটিএম মোকাররম হাসান, মাওলানা সাইফুদ্দিন, মুছতাকিম বুরহানী, হাবিবুর রহমান, জনাব তোফায়েল আহমদ, খন্দকার আতাউর রহমান শাহজাহান, মাওলানা আব্দুল্লাহ সোহেল, সাদিকুর রহমান কাওছার, আতাউর রহমান, মাহবুবুর রহমান হেরো, মোহাম্মাদ আক্তারুজ্জামান প্রমুখ।
নেতৃবৃন্দ প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষা ও নিশ্চিত করার জন্য সহকারী হাইকমিশনারকে তাগিদ দেন এবং সহকারী হাইকমিশনার আন্তরিকতার সহিত নেতৃবন্দকে রিসিভ করেন এবং প্রবাসী ভয়েসের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress