প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
নাটোরে চিকিৎসার নামে প্রতারিত করে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আব্দুস ছাত্তার ফকির (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ ফকিরের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, উত্তম রোজারিও (৬০) নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুস ছাত্তার ফকির ডাক্তার না হয়েও নানা রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করছেন বলে অভিযোগ।
র্যাব কর্মকর্তারা জানান, অভিযোগকারী আব্দুস ছাত্তার ফকিরের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করেছেন।
সুত্রঃ সমকাল
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest