প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জগন্নাথপুর উপজেলা বিএনপি ও জগন্নাথপুর পৌর বিএনপির আয়োজনে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর রোজ মঙ্গলবার প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সুচনা করা হয়। এবং শহীদদের স্মৃতি স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন, উপজেলা স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে জগন্নাথপুর উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শ্রীরামসি শহীদ স্মৃতি সৌধে ও রানীগঞ্জ শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং মহিলা সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদশন, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পরিষদ, থানা পুলিশ, জগন্নাথপুর পৌরসভা, রাজনৈতিক দল বিএনপি সহ সকল সরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ সকল প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এছাড়াও জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে বক্তব্য , জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদার, কৃষি অফিসার কাউছার আহমেদ প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১৬ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় দলীয় নেতাকর্মীর অংশ গ্রহণে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে থেকে এক বিশাল র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এবং নেতাকর্মী বৃন্দ শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest