প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে রানীগঞ্জ ইউনিয়ন, পাইলগাঁও ইউনিয়ন, আশারকান্দি ইউনিয়নের দাখিল করা কমিটি সদস্য ও কৃষক নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো, বরকত উল্লাহ এর সভাপতিত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এই গণশুনানিতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইছরাক মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কয়েছ উদ্দিন, বিএনপি নেতা নুরুজ্জামান নূর, ছুরুক মিয়া, ইজাজুল ইসলাম মন্টু, সাংবাদিক গোলাম সারোয়ার, সাংবাদিক মো. আল আমীন, ইউপি সদস্য কাউছার তালুকদার, আলাই মেম্বার, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য আশরাফুল হক সহ স্থানীয় জনগণ, কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। গণশুনানিতে এই তিন ইউনিয়নের সকল কমিটির পরিচিতি নেওয়া হয় ও কোন অভিযোগ থাকলে অপেন হাউজে বলতে বলা হয়। পরে সকলের আলোচনা মাধ্যমে সিন্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, হাওর এলাকার কৃষি ফসল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও সময়মতো মেরামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রকল্পের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। স্থানীয়রা বলেন, প্রতি বছর বন্যা ও আগাম বৃষ্টি হাওরের কৃষকদের সবচেয়ে বড় শঙ্কা। তাই বাঁধ নির্মাণের কাজে যে কোনো ধরনের অনিয়ম বন্ধের পাশাপাশি মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান তারা। গণশুনানিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দেন, কৃষকদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে এবং স্থানীয়দের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest