চুনারুঘাটে পৃথক  ঘটনায় দুই যুবক  নিহত

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

চুনারুঘাটে পৃথক  ঘটনায় দুই যুবক  নিহত

ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগন্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের  চুনারুঘাটে পৃথক দু’টি ঘটনায় দুই যুবক  নিহত। জানাযায়, গতকাল (১৩ ডিসেম্বর) শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার রাণীগাঁও গ্রামের হাজ্বী আব্দুল নুরের ছেলে মামুনুর রশীদ (৪২) ঘরের আঙ্গিনায় টিউবওয়েল এর পানির মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান। অপরদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের বীর-মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহাম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে চুনারুঘাটে আসার পথে মিরাশী তালতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করেন। এ নিয়ে দুটি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ সংক্রান্ত আরও সংবাদ