প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫
ফাইল ছবি
ইউএস বি ডেস্কঃ
দেশের ফেরার আগে যুক্তরাজ্যের লন্ডনে জনসভা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে গত শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের দেশে ফেরার আগে সম্ভবত এটি হতে যাচ্ছে লন্ডনে তার সর্বশেষ জনসভা।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সবশেষ জনসভায় অংশ নিতে। এ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। সুত্রঃ আমার দেশ অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest