জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সম্মেলন

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সম্মেলন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা  বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ১৫ ই ডিসেম্বর রোজ সোমবার জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রশিবির উপজেলা সভাপতি আবু তাহের সিদ্দিক এর পরিচালনায় জামায়াতে ইসলামীর ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার  সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির মাওলানা দরছ উদ্দিন, পৌর জামাতের সভাপতি আবু হোসাইন মো. ওয়ালী উল্লাহ, জামাত নেতা জামাল উদ্দিন বেলাল ও উপজেলা শিবির সেক্রেটারি শাহিনুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশের মাধ্যমে ছাত্রদের মধ্যে আদর্শিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ