প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি ##
যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর গ্রামের বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমদ এর গ্রামের বাড়ীতে দুষ্কৃতকারী কর্তৃক আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশা-পাশি অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এর জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতে প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মল্লিক মঈন উদ্দিন সুহেল,জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খছরু,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম,এ,মুকিত,সহ-সভাপতি এডঃ জিয়াউর রহিম শাহীন,১ম যুগ্ম সম্পাদক মোঃ জামাল উদ্দিন,যুগ্ম সম্পাদক মোঃ খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দিলু মিয়া,যুব বিষয়ক মোঃ আলিম উদ্দিন,সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মিজান কোরেশি,স্বাস্থ্য বিষযক সম্পাদক ডাঃ সৈয়দ মারজান,সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সুহেল আমীন,সহ-ধর্ম সম্পাদক মোঃ গোলাপ মিয়া,সহ-প্রচার সম্পাদক মোঃ নুরুল আলম,মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ নুর,সাধারণ সম্পাদক আখলুল করিম,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ আজমল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ রাহিন তালুকদার,আশারকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল হক কাবিরি,সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান,পাইলগাও ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ তহুর মিয়া,সাধারণ সম্পাদক সৈয়দ জুবের আহমদ আবু,রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী চাঁন মিয়া,চিলাউরা হলদিপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক ডাঃ রাজা মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কামরুজ্জামান,সাধারণ সম্পাদক সাদিকুর রহমান নানু মিয়া, পাটালী ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী শফিকুর রহমান।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য বিএনপি’র সফল সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এবং জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কবির আহমদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতি-হিংসার শিকার। তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান এর জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর এর বাসিন্দা যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ ও তাঁর ছোট ভাই জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কবির আহমেদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাদের পরিবারের কোনো সদস্য এ বাড়ীতে থাকেন না। বাড়ীটি দেখাশোনা করেন হাবিবুর রহমান নামক এক ব্যাক্তি। বিগত ১৪ ই সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় ১২ ঘটিকার দিকে এই বাড়ীর টিনশেড ঘরে আগুনের লেলিহান শিখা দেখে হাবিবুর রহমান চিৎকার করেন। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এবং প্রতিবেশীদের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest