সংসদ নির্বাচনে পিআর ইস্যুতে অবস্থান জানালো এনসিপি

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

সংসদ নির্বাচনে পিআর ইস্যুতে অবস্থান জানালো এনসিপি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিম্ন কক্ষে নয়, উচ্চ কক্ষে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন—কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি।
এর আগে মেহেরপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি ‘নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। তবে আমরা মনে করি, দুটোই হওয়া দরকার। আমরা আশাবাদী যে, ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।সুত্রঃ আমার দেশ অনলাইন

এ সংক্রান্ত আরও সংবাদ