প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫
দিরাই সংবাদদাতাঃ
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। জীবনের শেষ প্রান্তে এসে আবারও আপনাদের পাশে থাকতে চাই। এবারই জীবনের শেষ নির্বাচন। সবাই মিলে প্রস্তুতি নিন।
১০ সেপ্টেম্বর রোজ বুধবার দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বর্ষীয়ান এই রাজনীতিক। সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে যোগ দেন।
নাছির চৌধুরী বলেন, দিরাই-শাল্লার মানুষ আমাকে অনেক ভালবাসে। আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা এক সময় আমাকে উপজেলা চেয়ারম্যান করেছেন, একবার এমপি বানিয়েছেন, আমি কখনো নিজের জন্য কিছু করিনি। আজ যখন চিকিৎসাধীন, তখনও আপনারা পাশে আছেন।
তিনি আরও বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করুন। সবাই মিলে দিরাই-শাল্লা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দিতে চাই।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমআর মিজান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য আব্দাই মিয়া, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার আহ্বান জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest