আ.লীগের ক্লিন ইমেজ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

আ.লীগের ক্লিন ইমেজ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

আওয়ামী লীগের সমর্থক হলেও যদি কারও বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ না থাকে এবং তার পরিচিতি ‘ক্লিন ইমেজ’-এর হয়, তাহলে সেই ব্যক্তি জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
৬ সেপ্টেম্বর রোজ শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাপার দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মোস্তফা বলেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই, আমরা যদি মনে করি সে যোগ্য প্রার্থী, তাহলে আমরা মনোনয়ন দেবো না কেন? আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই এমন সিদ্ধান্ত নিতে পারি।
কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। তবে যদি আমাদের নিজ দলের প্রার্থীর চেয়ে ভালো, ক্লিন ইমেজের এবং সহিংসতায় জড়িত না এমন কেউ পাওয়া যায়, তাহলে তাকেই মনোনয়ন দেওয়া হবে।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুর, গোপালগঞ্জসহ কয়েকটি জেলাকে ইঙ্গিত করে মোস্তফা বলেন, ‘সেসব এলাকায় যদি ক্লিন ইমেজের কেউ জাতীয় পার্টিতে যোগ দেন, তাহলে তাকেই মনোনয়ন দেওয়া হবে।
এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে মোস্তফা বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে বিএনপির একটি ইতিবাচক ভূমিকা থাকা প্রয়োজন। বিএনপি যদি সব দলকে নিয়ে না চলে, তাহলে একসময় একা হয়ে যাবে। জাতীয় পার্টি যদি নির্বাচনে না যায়, জামায়াত, ইসলামী ঐক্যজোট, গণঅধিকার পরিষদসহ অন্য দলগুলো যদি পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া নির্বাচনে না যায়, তখন বিএনপি একা হয়ে পড়বে। এতে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে একঘরে করার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিরা সক্রিয়। তারা দেখছে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, তাই নানা অজুহাতে তাদেরকে বিপদে ফেলতে চায়।
সূত্র:ঢাকাটাইমস.কম

 

এ সংক্রান্ত আরও সংবাদ