জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ
হুমায়ূন কবীর ফরীদি ##
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর এর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বাধীন বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজ, শাহজালাল মহাবিদ্যালয়, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেশ কয়েকটি মাদ্রাসায় বৃক্ষ রোপণ করার মধ্য দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ।
এসময় উপস্থিত, ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান , সদস্য আবু লেইছ,  কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব মোঃ রফিক মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকির আলী সাবেক (চেয়ারম্যান), কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির, বিএনপি নেতা আব্দুল হক, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, ছুফি মিয়া, সাদিক হোসেন রাজু, আতর আলী, শিবলু মিয়া, আঃ রহিম, যুক্তরাজ্য শাখা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মসিক আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারন সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ,  সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রিন্সিপাল, প্রভাষক ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়াও বৃক্ষ রোপণ পূর্ব সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা, স্বাস্থ্য ও দেশ, মাটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখেন, বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধক কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ