কানেকটিকাটের হলুদ সাংবাদিক সাবেদ সাথী নিউ ইয়র্কে গ্রেফতার

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

কানেকটিকাটের হলুদ সাংবাদিক সাবেদ সাথী নিউ ইয়র্কে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃ

কানেকটিকাটে সাবেদ সাথী নিজেকে সাংবাদিক পরিচয় দেয়া এই ব্যক্তি মূলত টাকার বিনিময়ে নিউজ করার কাজ করেন । অসত্য , অলীক , মিথ্যার ফুলঝুরি এবং হলুদ সাংবাদিকতার অপর নাম সাবেদ সাথী। কানেক্টিকাট অঙ্গরাজ্যের বাসিন্দা হলেও স্থানীয় সকল বাংলাদেশী প্রোগ্রামে এই ব‍্যাক্তি তার কুকর্মের কারণে অবাঞ্চিত। টাকা নিয়ে ভুল নিউজ করার জন্য বহুবার বাংলাদেশিদের হাতে লাঞ্ছনার স্বীকার হয়েছেন। টাকা পেলেই যেকারো নামে ভুয়া নিউজ করতেন ” বাংলা প্রেস ” নামক পত্রিকায়। কানেকটিকাটে অবান্চিত হবার পর সে এখন বোস্টনের কিছু অর্গানিজশন থেকে টাকা নিয়ে সমাজের সম্মানিত বহু ব‍্যাক্তির নামে ভুয়া এবং অপমানজনক নিউজ করেছেন ।জানা গেছে বোস্টনের বেশ কিছু ব্যক্তি মাসে মাসে সাবেদকে আর্থিক সহযোগিতা করে নিজেদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য । আবার অন্যদের বিরুদ্ধে করেছেন অপমানজনক নিউজ । গতকাল এই ধরণের নিউজ করার কারণে বাংলাদেশিরা যখন উনাকে তলব করেন। এই সাবেদ সাথী তখন সন্ত্রাসীর মত ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশী সোসাইটির কর্মকর্তা অনিক রাজের উপর । সন্ত্রাসী কায়দায় হামলা করার কারণে লোকাল পুলিশ সাবেদ কে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ