প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫
মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (২৯ মে) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা জারি করা হয়।
দূতাবাস জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতপূর্ণ হতে পারে এবং সহিংসতায় পরিণত হতে পারে এবং খুব কম জ্ঞাতসারেই তা ঘটতে পারে।
এক্ষেত্রে দূতাবাস বিক্ষোভ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছে।
দূতাবাস জানিয়েছে, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, স্থানীয় ইভেন্টসহ আপনার চারপাশের সম্পর্কে সচেতন থাকুন এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদপত্রে নজর রাখুন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest