প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫
স্টাফ রিপোর্টঃ
অনেক জল্পনা কল্পনার পর বহুল প্রতিক্ষিত বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাঁক) এর নির্বাচন আজ ২৮ শে জুন ২০২৫ অনুষ্টিত হয়। এতে ১৭ জনের কমিটির জন্য নমিনেশন গ্রহন করা হয়। এতে তারেক-মিসবা পুর্ন পেনেলে নমিনেশন জমা দেন।এতে সভাপতি পদে তারেকুল আম্বিয়া তারেক এবং এনিমেল আম্বিয়া এনাম দুই জন নমিনেশন জমা দেন । বাকী ১৬ টি পদে কোন প্রতিদ্বন্দ্বি ছিল না।প্রতিদ্বন্দ্বি না থাকায় এই ১৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অত্যন্ত সুন্দর পরিবেশে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া আজকের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৪টি নির্বাচনী কেন্দ্র ছিল। নির্বাচনী কেন্দ্র গুলো ছিল স্টামফর্ড, ব্রীজপোর্ট, ওয়ালিংফর্ড এবং ইষ্ট হার্টফোর্ড।

দিন শেষে ভোট গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ফলাফল ঘোষনা করা হয়। এতে তারেক আম্বিয়া ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০ ভোট পেয়ে ২য় স্হান অধিকার করেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুজা খান এবং সহ-নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন, আবু গাফর হোসাইন, আসিফ ইকবাল, খালেদ হাসান দিপ এবং এম এ আজিজ।
US BANGLA BARTA is proudly powered by WordPress