জগন্নাথপুর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত

প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

জগন্নাথপুর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাইম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল ইব্রাহীম , যুগ্ম সম্পাদক সাব্বির আলী ও রুহান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর সারকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রুহুল আমীন সহ-সভাপতি ফেরদৌস আহমদ অভি সহ-সভাপতি নাঈম আহমেদ, সহ-সভাপতি আক্তার আলী, সহ-সভাপতি নাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তাহমিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক কাওসার মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হামিম , সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী , সহ-সাংগঠনিক সম্পাদক রাফি সহ ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বক্তাগন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য নাম, যিনি দৃঢ়তা, প্রজ্ঞা ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন।তিনি প্রমাণ করেছেন একজন নারীও জাতীয় নেতৃত্বের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বেগম জিয়ার রাজনৈতিক দূরদৃষ্টি, আপসহীন মনোভাব এবং জনগণের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে যুগের পর যুগ প্রাসঙ্গিক করে রেখেছে। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্বাধীনতার প্রতিটি অধ্যায়ে তাঁর অবদান অমলিন। আমরা গর্ব করি যে, আমাদের প্রজন্ম একজন খালেদা জিয়াকে দেখেছে, যিনি সত্যিকারের জনগণের নেতা।
এদিকে জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামসুল ইসলাম জাবির আহত হওয়ায় জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। এ সময় উপরে উল্লেখিত ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##

এ সংক্রান্ত আরও সংবাদ