প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপকার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কানেকটিকাট স্টেটের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কানেকটিকাট স্টেটের আয়োজনে ১লা জুন রোজ রবিবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় মেরিডেনের বার্লিন টার্নপাইকের নওয়াব রেষ্টুরেন্টের হল রুমে কানেকটিকাট স্টেট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু এর সভাপতিত্বে এবং দলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হিমু এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানেকটিকাটের কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রফেসর, ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক ডঃ নিয়ামত এলাহী। সভায় বক্তব্য রাখেন কানেকটিকার বিএনপির সিনিওর সহ সভাপতি জনাব এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সহ সভাপতি শরিফুল আহসান হেলাল, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নিপুন, রাফি আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ রহমান রাজু, দপ্তর সম্পাদক আসিকুজ্জামান কল্লোল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাবা রওনক আফরোজ, মহিলা সম্পাদিকা রেশমা আক্তার, মাকসুদুর রহমান ভুট্টু সহ আরো অনেকে। সভায় বিভিন্ন শহর থেকে অনেক নেতা কর্মী উপস্তিত ছিলেন। সভায় দোয়া পরিচালনা করেন দলের সাধারন সম্পাদক জনাব আনোয়ার হোসেন হিমু॥
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest