জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

 

জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব আহমেদ।
সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সম্পর্কে ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে ৭ ই অক্টোবর রোজ সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হলরুমে মতবিনিময় করছেন জগন্নাথপুর সেনা ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপটেন শোয়েব আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সাংবাদিক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক আলী আহমেদ, সাংবাদিক আমিনুর রহমান জিলু, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক মোঃ সারোয়ার, সাংবাদিক শাহ এসএম ফরিদ, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক জুয়েল আহমদ, সাংবাদিক শিপন আহমদ,সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক রেজোয়ান কোরেশি, সাংবাদিক মুকিম উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক সুমিত রায়, সাংবাদিক আল-আমীন ও সাংবাদিক আখতার হোসেন।
মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে ক্যাপ্টেন শোয়েব আহমেদ বলেন, দেশের চলমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে, আমরা সেনাবাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে আমাদেরকে জানাবেন। সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব। তিনি আরও বলেন, আমরা সাংবাদিক সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ এর সার্বিক সহযোগিতা প্রত্যাশী।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ