প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
ছাতক ও জগন্নাথপুর এর সীমান্তে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে রসিক (৪৫) নামক এক ব্যক্তি মৃত্যু বরন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানাযায়, ৭ ই এপ্রিল রোজ রবিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলাধীন ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ আশীদ আলী ওরফে ঈশ্বর এর ছেলে মোঃ রসিক মিয়া(৪৫) দুই ছেলেকে সাথে নিয়ে গ্রাম সংলগ্ন হাটার হাওরের দারাখাই এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দুপুর প্রায় ১১ টা ৩০ মিনিটের সময় হঠাৎ বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন।
শক্তিয়ারগাঁও গ্রামের সালিসি ব্যক্তি মোঃ লিলু মিয়া এই মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress